শফিকুল ইসলাম, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষক মর্জিনা বেগম, আবদুল আওয়াল প্রমুখ।পরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল (সবজি) উৎপাদন প্রকল্পের আওতায় ২০ জন কৃষককে অটোভ্যান বিতরণ করা হয়।