জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিচার বিভাগের উদ্যোগে জজ কোটের মিলনায়তনে শনিবার জেলার সকল সরকারি অফিস প্রধানদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাঃ আদীব আলী।তিনি বলেন অসহায় মানুষ ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়। আজকে আমাদের দেশের আদালতগুলো ন্যায়বিচারক ও আস্থার জায়গায় বলে মনে করেন সাধারণ মানুষ। তাই জাতির আস্থার জায়গায়টি ধরে রাখতে বিচার বিভাগের সাথে সম্পৃক্ত সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ জনাব নরেশ চ্দ্র সরকার, এডিশনাল জেলা জজ রবিউল ইসলাম,যুগ্ম জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম,সিনিয়র সহকারী জজ সুমন কর্মকার,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক,সহকারী জজ নাসির উদ্দিন,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির,
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃতৌহিদুজ্জামান,
অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আবু তালিব,সহকারী জজ আরিফুল ইসলাম,
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন,সিভিল সার্জন ডাঃ মামুনুর রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,জেলা লিগ্যাল এইড অফিসার রোখসানা খানোম,তত্বাবধায়ক জেলা কারাগার মজিবুর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার সভাপতি এ্যাডঃ নাজমুল আজম,সাধারণ সম্পাদক এ্যাডঃ একরামুল হক পিন্টু,সিনিয়র এ্যাডঃ সাইফুল রেজা,প্রশাসনিক কর্মকর্তা জনাব ভবসুন্দর পাল,গোস্তাপুর কোট এর সেরেস্তাদার ওবায়দুল রহমান প্রমুখ।