পলাশ সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
শনিবার ৮ই জুলাই বিকাল ৪ ঘটিকার সময় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম গোপালগঞ্জ জেলার নব গঠিত কমিটির উদ্দ্যেগে এ পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাসিমা খানম আহবায়ক গোপালগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম। প্রধান অতিথির আসনে ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলী আফিফা, মাহাবুব আলী খান সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, জি,এম সাহাবুদ্দিন আজম সাধারন সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, প্রফেসর ওয়াহিদ আলম লস্কর অধ্যক্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, প্রফেসর শেখ বেনজীর আহমেদ অধ্যক্ষ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ গোপালগঞ্জ, খন্দকার এহিয়া খালেদ সাদী সাধারন সম্পাদক গোপালগঞ্জ শিল্পকলা একাডেমী, আলী নাঈম খান জিমি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, যুবলীগ নেতা মাসুদ রানা সহ আরো অনেকে। পরিচিতি সভাটি নাচে গানে মনোমুগ্ধকর পরিবেশে শেষ হয়।