জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকোভারি প্রজেক্ট এলজিসিআরপি) শীর্ষক প্রকল্পের প্রথম প্যাকেজের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং ফলক উম্মোচন করা হয়।
‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধন অতিথির আসন অলঙ্কিত করেন জনাব মোঃ আব্দুল ওদুদ এমপি মাননীয় জতীয় সংসদ সদস্য ৪৫, চাপাইনবাবগঞ্জ-৩ ও সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সালেহ্ উদ্দীন, প্যানেল মেয়র-০১, চাপাইনবাবগঞ্জ পৌরসভা।
সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনীন ফাতিমা জিনিয়া প্রধান অতিথিকে উদ্দেশ্য করে এবং দাবি নিয়ে বলে আমার তিন নাম্বার ওয়ার্ড বেলেপুকুরে বর্ষা মৌসুমে বেহাল দশা পানিতে ডুবে গেছে কেউ বসাবাড়ি থেকে বের হতে পারছেন।আপনি দেয়া করে একটু দেখবেন এবং এর প্রতিকার আগামী কালকেই করে দিবেন এটা আমার দাবি। এমপি মহোদয় অনুষ্ঠান শেষে করে বেলেপুকুরে জান এবং তাত্ক্ষণিক কাজ করার নির্দেশ দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলামকে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম বলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড ১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের প্রথম প্যাকেজের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা জামান ট্রেডার্স (প্রা) লিঃমহল্লাঃ লগ্নসার, ডাকঘরঃ লগ্নসার বাজার, উপজেলাঃ বরুরা, জেলাঃ কুমিল্লা এর সাথে অত্র প্রতিষ্ঠানের ঠিকাদারী চুক্তি সম্পাদন হয়েছে। উক্ত কাজের প্রথম প্যাকেজের চুক্তিমূল্য ২ কোটি ১৩ লক্ষ ৯৮ হাজার ৯১৬ টাকা মাত্র। এই প্যাকেজের আওতায় রাস্তার দৈর্ঘ্য ১.১৬কিঃমিঃ এবং ড্রেন ০.৬৬৫ কিঃমিঃ অদ্য ০৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখ ভৌত অবকাঠামো কাজ বাস্তবায়নের সময়সীমা ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ বলে উল্লেখ করেন।