নিউজ ডেস্কঃ
আরও বাড়ল এলপি গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারে ২৩ টাকা বাড়িয়ে ১৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এর দর ছিল ১৩৮১ টাকা।
রোববার (৩ ডিসেম্বর) বিকেলে চলতি মাসের জন্য এলপিজির নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
অন্যদিকে অটো গ্যাস প্রতি লিটার ৬৩.৩৬ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪.৪৩ টাকা। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান।
আন্তর্জাতিক বাজারদর অপরিবর্তিত থাকলেও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। গত মাসে ডলারের গড় দর ছিল ১১৩.৯২ টাকা, চলতি মাসে বেড়ে ১১৬.৩৯ টাকা হয়েছে।