মিজানুর রহমান, বাগমারাঃ
পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার শিকার বাঙ্গালী জাতি দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।
আজ সেই মহান বিজয়ের দীর্ঘ ৫২ বছর পূর্ণ হলো। পরাধীনতার শিকল থেকে জাতিকে মুক্ত করতে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ডাকে সমগ্র জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৬ ডিসেম্বর সেই ঐতিহাসিক মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতির মুক্ত বাতাসে উন্মুক্ত হওয়ার দিন।
দিবসটি উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ শহীদ মিনার ও তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ৫৫, রাজশাহী-৪ বাগমারা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এমন বক্তব্য দেন তিনি।
তাহেরপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার, তাহেরপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ এসএম জিয়া উদ্দিন টিপু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা, সাবেক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কোরবান খাঁ প্রমুখ।