নিউজ ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল বলেছেন, ভোটে স্বচ্ছতা আনতে সংবাদমাধ্যমকর্মীদের বাধা দেওয়া যাবে না। আমাদের তরফ থেকে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে যে, ভোট কেন্দ্রের পরিবেশ অনুকূল থাকবে। কোনোভাবেই ওখানে পেশি শক্তি থাকবে না। জোর জবরদস্তি থাকবে না। যারা ভোটার তারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে এসে ভোট প্রয়োগ করে চলে যাবেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংবাদমাধ্যমকর্মীদের কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠিত হবে ভিজিবিলিটির মাধ্যমে। সংবাদমাধ্যমকে যে ছবিগুলো তুলবে ও বক্তব্য নেবে তা প্রচার হলে দেশের জনগণ দেখতে পাবেন। এ কারণে আমাদের যে কোনো মূল্যে ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশটা ভোটারদের অনুকূলে রাখতে হবে।
সংবাদমাধ্যমকর্মীদের উদ্দেশে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যেটা সত্য সেটাই প্রকাশ করবেন। যদি ভোটকেন্দ্রের ভেতরে সত্যিকার অর্থে ভোটটা উত্তম হয় সেটা বলবেন। আর যদি ভোটটা অত্যন্ত মন্দ হয় তাহলে মন্দটাই বলবেন। অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে যদি সত্যটা জানতে পারে বিশ্বাস করে, তাহলে ভোট নিয়ে জনগণের আস্থার যে সংকট সেটা থেকে আমরা উত্তীর্ণ হতে পারব।
সিইসি বলেন, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি, আমাদের উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, প্রার্থীদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। এটাও স্পষ্ট করে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আছেন তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তারাই যদি তাদের প্রতি পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করাটা দুরূহ হয়ে পড়বে। আমাদের এই বার্তাটা সব প্রার্থীর কাছে স্পষ্ট করে দিয়েছি।
হাবিবুল আউয়াল বলেন, প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন তারা অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এ সময় নির্বাচন কমিশনের রাশেদা সুলতানা, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।