চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঢাকাস্থ নাচোল সমিতির সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা আতাউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সমিতির সদস্যরা এ সংবর্ধনার আয়োজন করেন।
আজ বিকেল ৪ টায় নাচোল ড্রীম থ্রী ক্যাফেতে ও নাচোল রেল স্টেশন প্লাটফর্মে এ সংবর্ধনা প্রদান করা হয়। নাচোল সরকারি কলেজের সাবেক অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা ও ঢাকাস্থ নাচোল সমিতির সভাপতি আতাউর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল মহিলা ড্রিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুল রহমান, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতি কাযনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা মোশারফ হোসেন,সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু, সাংবাদিক সোহেল রানাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। পরে তাকে ফুলের তোড়া ও ফুলেল মালাদিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।