মো: শাহিন আহমেদ, নিজস্ব প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার, মৌলভীবাজার জেলার, জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী ও পরীক্ষার উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গলবাড়ী চা বাগানের ব্যবস্থাপক জনাব এবিএম কাদের সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেলাল হোসেন, সহকারী ব্যবস্থাপক, জঙ্গলবাড়ী চা বাগান। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এবিএম কাদের সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন—
“তোমরাই আগামী দিনের দেশকে এগিয়ে নিয়ে যাবে। নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রম ছাড়া বড় হওয়া যায় না। আমরা সবসময় তোমাদের পাশে আছি। ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে তোমরা মনোযোগী হবে—এই প্রত্যাশা করি।”
বিশেষ অতিথি জনাব বেলাল হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের শৃঙ্খলা ও অধ্যবসায়ী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন—
“জঙ্গলবাড়ী চা বাগানের শিক্ষার্থীরা অনেক জায়গায় সুনামের সঙ্গে কাজ করছে। তোমরাও সেই সাফল্যের ধারায় যুক্ত হবে—আমরা এটাই বিশ্বাস করি।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তাজুল ইসলাম শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় সফলতা কামনা করে বলেন—
“আমরা শিক্ষকরা তোমাদের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছি। তোমরা অবশ্যই সৎ, পরিশ্রমী এবং দায়িত্বশীল হয়ে সমাজ ও দেশে অবদান রাখবে।”
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বিদায়ের আবেগের মাঝেও শিক্ষার্থীদের চোখে ছিল নতুন স্বপ্ন, নতুন পথচলার আশা।
সবশেষে অতিথি ও শিক্ষকরা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।