হাবিবুল্লাহ সিপন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১০গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নাচোল উপজেলা হাসপাতালের সামনে কর্মবিরতি পালন করেন। কর্মবিরতিতে বক্তব্য রাখেন হাসপাতালের ল্যাব ইনচার্জ মেসবা উদ্দিন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্টমো মাসুদ করিম, সিনিয়র মেডিকেল টেকনোলজি মুক্তার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট সাইরুল ইসলাম, আসমাউল, ফার্মাসিস্ট তরিকুল ইসলাম, শামসুজ্জোহা, ল্যাব ইনচার্জ কানিজ ফাতেমা প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১গ্রেড আছে। এই দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার। আজকের দিনে ২ঘন্টা কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবী বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। দাবী মানা না হলে আগামী ৩ডিসেম্বর অর্ধদিবস ও ৪ডিসেম্বর কমপ্লিট শার্টডাউন পালন করা হবে বলে হুশিয়ারী দেন।