গৌড় – ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ
আয়োজনে কলেজ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে
চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা সম্পর্কে সচেতন করতে গৌড়– ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে ৩টি উপজেলায় মোট ৬টি কলেজে সেমিনার সম্পন্ন হয়েছে।
ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়,ভোলাহাট সরকারি মহিলা কলেজ,নাচোল সরকারি কলেজ,নাচোল মহিলা কলেজ,আদিনা ফজলুল হক সরকারি কলেজ,
আজ শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজ
আগামী রবিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং নবাবগঞ্জ সরকারি কলেজে সেমিনার অনুষ্ঠিত হবে।
প্রতিটি সেমিনারে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অডিয়েন্স হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে কলেজগুলোর অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা অংশ নেন।
সেমিনারগুলো সঞ্চালনা করেন গৌড়-এর সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন শাকিম।
চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে আগ্রহী ও উৎসাহিত করা
ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ামেধাবী শিক্ষার্থীরা যেন সঠিক গাইডলাইন পায় এবং সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করাউচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান