মহেশপুরে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিল ও মদ সহ ৩জন আটক
শহিদুল ইসলাম মহেশপুর থেকেঃ-
সোমবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ ও মোটরসাইকেল সহ ৩ জন মাদক ব্যবাসয়ীকে আটক করেছে ৫৮ বিজিবি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবুল কালামের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে বাঘাডাঙ্গা গ্রাম থেকে মাদক চোরাকারবারী সলেমানপুর গ্রামের আঃ রহিমের ছেলে চান মিয়া(২৮)কে ২৫ বোতল ফেনসিডিল সহ আটক করে। অন্যদিকে কুশুমপুর বিওপির হাবিলদার ফারুক মাতব্বরের নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে গুড়দাহ গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে ইসলাম(৪৮) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ধান্যখোলা গ্রামের নুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম(৩৮) কে ১.৫ লিটার চোলাই মদ ও একটি মোটরসাইকেল সহ আটক করে।
এব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদ্বয়কে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।