ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের অভিযানে মুক্তিপণদাবীকারী সন্রাসী গ্রুপের প্রধান লিখনসহ ৪ জন মুক্তিপণদাবীকারী সদস্য গ্রেফতার
এম,এ জলিল,ঝিনাইদহ ।
ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাপপুর এবং মুজিব চত্ত্বর এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা মুক্তিপণদাবীকারী সন্রাসী গ্রুপের প্রধান লিখনসহ আরো ৪ জন সদস্য মো: লিখন বিশ্বাস (২৬), পিতা- মো: বসির বিশ্বাস, মো: মিরাজ লস্কর (২০), পিতা-মো: শাহাদাত লস্কর, মো: তুহিন বিশ্বাস (২৩), পিতা-মো: জিন্নাহ বিশ্বাস, মো: রিপন হোসেন (২২), পিতা-মো: কামরুল হোসেন, সর্বসাং- গিলাবারিয়া, থানা ও জেলা-ঝিনাইদহদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা গত ২৩/০১/২১ ইং তারিখে খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের(MCSK) ছাত্রী যারীন ইয়াসমিন ও তার বন্ধু নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ছাত্র শামীম আহমেদদ্বয়কে জিম্মি করে রাখে এবং সেখানে তাদের মারধর করে, শ্লীলতাহানী করার চেষ্টা করে এবং ছুরি দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে একলক্ষ টাকা মুক্তিপণ দাবী সংক্রান্ত ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। উক্ত ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-৩২, তারিখ ২৪/০১/২১ ইং, ধারা-৩৪১/৩২৩/৩৮৫/৩৮৭/৩৪২/৫০৬ পেনাল কোড। ধৃত আসামীদ্বয় উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামী। পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত লিখন বিশ্বাস মুক্তিপণদাবীকারী সন্রাসী গ্রুপের প্রধান এবং উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল।