নিজস্ব প্রতিনিধিঃ
দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের তৃতীয়
দিনে আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি, ২০২১) সকাল ১০:০০ টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন মেডিকেল টেকনোলজিস্ট, তরুণ আইকন, সমাজকর্মী,নাচোল নিউজের সম্পাদক জনাব হাবিবুল্লাহ্ সিপন।
একই দিনে মোট ৩৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।
ভ্যাকসিন গ্রহণ শেষে হাবিবুল্লাহ্ সিপন বলেন, দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছি। করোনার ভ্যাকসিন নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটা ভ্রান্ত ধারণা। যাতে কারো মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে যেন কোন প্রকার সংশয় সৃষ্টি না হয়, সেজন্য আমাদের মত মানুষদের প্রথমে করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
হাবিবুল্লাহ্ সিপন বলেন, ভ্যাকসিন গ্রহণের পর কোন অসুবিধা বোধ করছিনা। এটা একটা মানসিক বিষয়। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকলে এটি অন্যান্য ভ্যাকসিনের মতোই স্বাভাবিক। আমি সকলকে অনুরোধ করবো ভ্যাকসিন গ্রহণ করার জন্য।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে নাচোল নিউজের সম্পাদক হাবিবুল্লাহ্ সিপন বলেন, সারা বিশ্বে মাত্র কিছু দেশ করোনার ভ্যাকসিন পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আজকে আমরা আগাম এ ভ্যাকসিন নিতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের কারণে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।