জিয়উল কবীর স্বপন
(রাজশাহী ব্যুরো):
জেলার ৪টি পৌরসভার মধ্যে মাত্র কয়েকটিতে জালভোট,গাড়ি ভাংচুর,এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া,কেন্দ্র দখল,
ধাওয়া পাল্টা ধাওয়া,সাংবাদিক আহত,ভোট বন্ধ,
সাংবাদিক আহত,
প্রিজাইডিং অফিসার আটক,ভোট ফলাফল প্রত্যাক্ষানে সাংবাদিক সম্মেলন, ভোটারদের হাতে ফুল দেয়া ইত্যাদি ঘটন,অঘটনের মধ্য দিয়ে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।
জেলার গোদাগাড়ী,
তানোর,পবার নওহাটা ও বাগমারার তাহেরপুর পৌরসভায় আজ রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহন চলে। উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তাহেরপুর ও নওহাটার হাতেগনা কয়েকটি কেন্দ্রে এসব অঘটন পরিলক্ষিত হয়। কয়েকটি ছাড়া প্রায় সবকটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার সাংবাদিকদের জানিয়েছে।