নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহস্প্রতিবার বিকালে ২০দলীয় জোটের মনোনীত প্রার্থী মাসউদা আফরোজ শুচির পক্ষে শ্রীরামপুর,স্টেশন এলাকা, গুঠইল,মোহনবাগানসহ বিভিন্ন এলাকার প্রচার প্রছারণা চালিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। এসময় তার সংগে ছিলে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন বলেন, গণতন্ত্র ফিরে আনতে,নাগরিকের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিতে হবে। শুচি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। নাচোল পৌরসভার উন্নয়নে, পৌরসভাকে মডেল পৌরসভা করতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।