গোমস্তাপুরে খড়ের পালায় আগুন;ক্ষতি ৩লক্ষ ৫০হাজার টাকা
গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিনের বাড়ির খড়ের পালায় কে বা কাহারা গভীর রাতে আগুন ধরিয়ে দেয়।খড়ের পালায় আগুন দাও দাও করে জ্বলতে দেখে জালাল উদ্দিনের ছেলে প্রভাষক মেহেদী হাসানগোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অবহিত করলে কে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জানান,কে বা কাহারা গভীর রাতে খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
খড়ের পালায় আগুন এর বিষয়ে জালাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পূর্ব কোন শত্রু আছে করে থাকতে পারে, তাই ঘটনার পরিপ্রেক্ষিতে গোমস্তাপুর থানায় একটি গত ৭ মার্চ অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ আমলে নিয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জানান, তদন্ত করে দেখা হচ্ছে।যদি কারো সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।