আজ কাতারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ভালো ভাবেই সারছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারের মাটিতে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। দোহার আল আজিজিয়াহ বুটিক সুপার ক্লাব মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি।
কাতার বিশ্বকাপ ২০২২ এবং এশিয়া কাপ ২০২৩ এর প্রাথমিক বাছাইয়ে কাতারের বিপক্ষে মাঠে নামার উদ্দেশ্যে এখন মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে এখন প্রস্তুতিতে ব্যস্ত লাল সবুজের প্রতিনিধিরা।
দিন তিনেক পূর্বে প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মি ফুটবল দলের কাছে পরাজিত হয়েছিলো জেমি ডের শিষ্যরা। লুসাইলের বিপক্ষে এই ম্যাচে এসে নিজেদের ভুলগুলো শুধরে নিতে চাইছে জামাল ভূঁইয়ারা।
দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার অনুশীলনের পর ভিডিও বার্তায় বলেছেন, “নিজেদের কাছে বল থাকলে আমরা কী করবো সেটা নিয়ে কাজ হয়েছে আজ। ম্যাচ পরিস্থিতিতে প্রেসিং, আত্মরক্ষা, ফিনিশিং দুর্বলতা নিয়েও কাজ করেছেন কোচ।”