নাচোলে উপজেলায় মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৫২তম জাতীয় শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন
নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা/২৪ শুরু হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি)উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক ও সাধারণ সম্পাদক সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম ও ক্রিড়া শিক্ষক আব্দুল হক।
আগামীকাল বৃহস্পতিবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।