স্পোর্টস ডেস্কঃ
“হল ফ্রেম ওয়ার্ড ওয়াল্ড ইট স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড ২০২৩” পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মেয়ে মোসাঃ রোকেয়া খাতুন।
গত ২৬শে নভেম্বর,“হল ফ্রেম ওয়ার্ড ওয়াল্ড ইট স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড ২০২৩”, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ায় তাকে সকলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ।
চাঁপানবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামের মোঃ মুন্তাজ আলীর মেয়ে ।
বাংলাদেশের মোট পাঁচজন অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে চারজন ছেলে এবং একজন মেয়ে। এই অ্যাওয়ার্ডটি সারা বিশ্বের আরো অনেক ছেলে-মেয়ে পেয়েছেন।
বাংলাদেশ ক্যারাটে জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় মুসলমান রোকেয়া খাতুন। তিনি ২০১৪ সালে ক্যারাটেতে যোগ দেন দেশে-বিদেশে তার অর্জন মোট ৩৬ টি পদক রয়েছে তার মধ্যে ২১ টি স্বর্ণপদক ৬ টি রোপ্য এবং ৯ টি তাম্র পদক পেয়েছেন। ক্যারাটে নারী খেলোয়ার হিসেবে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।