স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ থানা পুলিশের অভিযানে বানিশান্তা যৌনপল্লী থেকে ১০ লিটার দেশীয় মদ সহ মুজিবর রহমান (৫০) কে গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ। দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নির্দেশনায়
মাদক মুক্ত দাকোপ গড়তে থানা পুলিশের উপপরিদর্শক সাবুর আহম্মেদ এর নেত্বেত্বে সঙ্গীয় ফোর্স সহ গত ১৯ নম্ভেবর শুক্রবার রাতে বানিশন্তার যৌন পল্লীর মধ্য থেকে মাদক ব্যাবসায়ী মুজিবুর( ৫০)
কে দশ লিটার দেশীয় মদ সহ আটক করেছে দাকোপ থানা পুলিশের উপপরিদর্শক সাবুর আহম্মেদ।
আটক কৃত মুজিবুর রহমানের নামে মাদকদ্রব নিয়তণ
আইনে মামলা দায়ের করে ২০ নম্ভেবর শনিবার সকালে পুলিশ প্রহরার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দাকোপ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে মামলা নং- ০৯ তাং- ১৯,১১.০২১।