জারিফ হোসেন স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জ বিপুল পরিমাণ
বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
বুধবার বিকেলে আদালত এলাকায় রোড রোলারে পিষে ও আগুনে পুড়িয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।
এসময় ধ্বংস কার্যক্রম তদারকি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুজ্জামান।
জানা যায় চাঁপাইনবাবগঞ্জ সদরে জব্দকৃত গাঁজা ৫৮ কেজি ৯১৬গ্রাম,পাতার বিড়ি ৩৭৫০০ টি,চোলাইমদ ০৯ লিটার।
শিবগঞ্জ থেকে ফেনসিডিল ১০৯৫ টি,হেরোইন ৯০ গ্রাম।
নাচোল জব্দকৃত গাঁজা ০১ কেজি ২৯০ গ্রাম,চোলাইমদ ৫২ লিটার ৫০০ মিঃলিঃ,ফেনসিডিল ৭০ টি।
গোমস্তাপুরে জব্দকৃত প্লাস্টিকের ড্রাম ০৪টি,মাটির হাড়ির ভাঙ্গা টুকরা,৬৩০০ পিস পাতার বিড়ি।
ভোলাহাটে জব্দকৃত গাঁজা ৪৯৫ গ্রাম এবং ফেসসিডিল ৮৫ বোতল ধ্বংস করা হয়।