মিজানুর রহমান:
তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়,নবীর শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার তাহেরপুর পৌসভার রিভারভিউ বালিকা উচ্চ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণে তোমাদের অবদান রাখতে হবে তাই অবশ্যই তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, তাহেরপুর তাহেরপুর ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক সত্যজিৎ রায় তোতা।
এছাড়াও উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মাহাবুর রহমান বুলু, তাহেরপুর জনতা ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক আব্দুস সাত্তার প্রামানিক, দ্বীপনগর ডিগ্রী কলেজের অধ্যাপক শহিদুজ্জামান মীর , তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক জবান আলী, তাহেরপুর পৌরসভার প্রকৌশলি মনিরুজ্জামান জনি, ডাঃ ইয়াছিন আলী, তাহেরপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ এস,এম, আকরাম আলী,তাহেরপুর বালিকা বিদ্যালয়ের সাবেক শিখিকা শ্রী মতি দীপিকা রানী দাশ, তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর তাপস কুমার দাশ, বিশিষ্ঠ ব্যাবসায়ী আয়ুব আলী সরদার, হাবিবুর রহমান খন্দকার, হাফিজ মীর, বিশিষ্ট টিকাদার হাবিবুর রহমান হাবু, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকক গোলবার রহমান, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মাষটার, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শমশের আলী সহ প্রমূখ। আয়োজিত অনুষ্ঠানে ১২জন কৃতি শিক্ষার্থীকে প্রতি বছর বূত্তি প্রদান করার সিদ্ধান্ত হয়।