অলিউল হক ডলার, নাচোল:
শুক্রবার থেকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে প্রীতি ফুটবল ম্যাচ এর মধ্য দিয়ে শুরু হলো। সাবেক ভাইস চেয়ারম্যান ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় সুবর্ন জয়ন্তী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক আবু তাহের খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাড,মইনুল ইসলাম। উদ্বোবোধক ছিলেন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসিন আলী, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উপদেষ্টা ও নাচোল সরকারী কলেজের (অবঃ)অধ্যক্ষ হাফিজুর রহমান, (অবঃ) প্রভাষক নুরুল ইসলাম। সার্বিক ব্যবস্থায় ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচীব প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সদস্য সচীব (অর্থ) প্রভাষক শফিকুল আলম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আব্দুল আলিম ও বকুল। কমিটির সূত্রে জানাগেছে, প্রথম দিনে ৩০৭জন সদস্য রেজিষ্ট্রেশন করেন। এখন থেকে নিয়মিতভাবে এই রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে বলে জানাগেছে।