কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ-পিরোজপুর এলাকায় জমির দ্বন্দ্বে ছোট ভাই এর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
নিহত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ২ নং শাহবাজপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড পিরাজপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে সেতাউর রহমান (৩৪)। ছোট ছেলে মো.আব্দুল হোসেন (২৮)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জুবায়ের আহম্মদ ঘটনাস্থল থেকে এ প্রতিবেদককে জানান, সোমবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বে একটি হত্যার ঘটনা ঘটেছে।
ঘটনা জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা সরকারি হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। হত্যাকারী ছোট ভাই হোসেন পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান শুরু করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।