অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজিমুদ্দিন ফেনসু(৩৫)নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার টাকুইট গ্রামের মৃত সরফতুল্লাহ ছেলে বলে জানাগেছে। নাচোল থানার অফিসার ইন চার্জ সেলিম রেজা জানান,আজ বৃহস্প্রতিবার সকালে আমরা জানতে পারি যে, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বড় বাকইল গোরস্থানে বাঁশের সাথে গলায় চাদর ঝুলিয়ে এক ব্যাক্তি আত্মহত্যা করেছে। পুলিশ তাৎক্ষনিক সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃত বড় ভাই বাদল সাংবাদিকদের জানাই, আমার ভাই মানুষিক ভারসম্যহীন। মাঝে মাঝে সে বাড়ি থেকে উধাও হয়ে যায়। গতকাল বুধবার(২০.০১.২০২১) সকাল ১০টার সময় বাড়ী থেকে চলে গেলে আমরা চারিদিকে খোঁজাখুজি করি এবং স্থানীয় কেবল নেটওয়ার্কে হারানো বিজ্ঞপ্তি দিই। আজ বৃহস্প্রতিবার জানতে পারি আমার ভাই নাচোলের বড় বাইকল গ্রামের গোরস্থানে বাঁশের সাথে ঝুলে আছে।