ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ও দ্বিতীয় ওয়ানডের চিত্রনাট্যে তেমন কোনো পরিবর্তন এলো না। প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ওয়ানডেতেও আগে বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দিয়ে পরে সহজেই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ছয় উইকেটের জয় পাওয়া বাংলাদেশ আজ জিতেছে সাত উইকেট। তাতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজটা নিজেদের কলে নিল তামিম ইকবালের দল।
সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছে ঢাকায়। তৃতীয় ম্যাচটি চট্টগ্রামে। চট্টগ্রামের তৃতীয় ওয়ানডেটা এখন শুধুই ‘আনুষ্ঠানিকতা’!