ব্রাজিলের চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার ফুটবলার ও ক্লাব সভাপতি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানটির পাইলটও নিহত হয়েছেন।
ছোট একটি বিমানে করে ক্লাবটি খেলতে যাচ্ছিল গোয়াইনিয়ায়। কিন্তু, তোকানতিনেস থেকে উড্ডয়নের সময় রানওয়ের শেষপ্রান্তে এসে ভেঙ্গে পড়ে বিমানটি। বিধ্বস্ত হয়ে ক্লাবটির সভাপতি লুকাস মেইরা ও চার ফুটবলার লুকাস প্রাক্সদেস, গুইলারমো নোয়ী, রানুলি ও মোলিনারী নিহত হন।
পাইলট ওয়াগনার মাচাদোও বাঁচতে পারেননি। মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ- কোপা ভের্দের শেষ ষোলতে খেলার কথা ছিল পালমাসের।