ঘরের মধ্যে নেই বেড়া, চালের মধ্যে পলিথিনেজোড়া তালি দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা, পালা ও আড়া না থাকায় অনেকটা নুয়ে পড়ার অবস্থা, আর্থিক দৈন্যতার কারণে
মেরামত করা যাচ্ছে না, দীর্ঘদিন পরিবারের সদস্যদের কে নিয়ে এই ঘরে বসবাস করছে হতদরিদ্র দিনমজুর আল-আমিন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামের হতদরিদ্র আল-আমিন এর কাছে রবিবার (১২ই এপ্রিল) বিকেলে নতুন ঘর হস্তান্তর করেন ইম্পাওয়ার মি এর সিরাজগঞ্জের জেলা এ্যাম্বাসেডর তানভীর আনজুম তুষার।
তানভীর আনজুম তুষার বলেন, সামাজিক সংগঠন ইম্পাওয়ার মি এর সহায়তায় হতদরিদ্র আল-আমিন এর কাছে ঘর হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ইম্পাওয়ার মি এর প্রতিষ্ঠাতা শাহ লালন আমিন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এসএম ওমর ফারুক, মোঃ মানিক প্রাং, সমাজকর্মী শাহরিয়ার উৎস, রেদওয়ানুর হারুন রিফাত, রাতুল মিত্র, সিফাত আহমেদ প্রমুখ।