স্টাফ রিপোর্টার, স্বদেশ মাহাতো
নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিত বর্মনের নেতৃত্বে আজ সন্ধ্যায় পথচারীদের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে। নাচোল বাসস্ট্যান্ড ও মধ্যবাজারে প্রায় দুইশত পথচারীকে ইফতার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোঃ আরিফ হোসেন মামুন, নাচোল উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ অসীম উদ্দিন আপেল, নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক শাওন শেখ, নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য তোফায়েল আহমেদ, নাচোল উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম, নাচোল সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু তাহের সাগর, নাচোল পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফসান আহমেদ বকুল, সাবেক নাচোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন মন্ডল, নাচোল পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈকত, নাচোল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, নেজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হুমায়ুন কবির।
এছাড়াও স্বদেশ, আজিম, মুক্তাসির, পিউল, সাজিদ, সিয়াম, ইমন, ইসান সহ অর্ধ শতাধিক সক্রিয় কর্মি এসময় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্যজিত বর্মনকে আগামীতে তাদের ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশ মোতাবেক সারাদেশ ব্যাপী পথচারীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার রুবেল ভাই ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ ভাইয়ের পরামর্শে আমাদের ইফতার কর্মসূচি চালু করেছি। আগামী দিনেও আমরা স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি আবারো হাতে নিতে চাই।