রাকিবুল ইসলাম : গাইবান্ধায় ৫টি তিলা ঘুঘু উদ্ধার করে তাদের অবমুক্ত করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)।
২৬ মে বুধবার দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের গিরিংগির মোড় থেকে ঘুঘুগুলোকে উদ্ধার করা হয়।
জানা যায়, সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের গিরিংগির মোড়ে দুই জন শিকারী ফাঁদ পেতে ঘুঘু শিকার করছিলেন৷ এমন সংবাদের ভিত্তিতে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শেখ মো. মোশারফ হোসেন তীর গাইবান্ধা শাখার আহ্বায়ক মো. জিসান মাহমুদ ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রিফাত হাসানকে বিষয়টি অবগত করেন। পরে তীরের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫ টি তিলা ঘুঘুকে অবমুক্ত করেন। এসময় পাখি শিকারীদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো. রিফাত হাসান, জিসান মাহমুদ, তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্য আল আমীন, মো. সাবিবর রহমান, বাবু ও আশিক।
পরে তারা গ্রামের সকলকে বন্যপ্রাণী অপরাধ আইনে পাখি শিকারের শাস্তি ২০১২ সম্পর্কে অবগত করেন এবং সবাইকে পাখি শিকার রোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।