সাপাহার (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর সাপাহারে ইয়ামাহা ব্রান্ডের মোটরসাইকেল এসিআই হাজী মটরস শোরুমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়েন উদ্দিনের মার্কেটে মোটরসাইকেল শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) আব্দুল্যাহ আল মামুন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাপাহার কওমি মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার প্রমুখ।
ইয়ামাহা মোটরসাইকেল ব্রান্ডের হাজী মটরস এর সাপাহার শাখার স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, এখন থেকে আর নজিপুর, নওগাঁ বা রাজশাহীতে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল এর জন্য যাওয়া লাগবে না সাপাহার হাজী মটরস থেকে ইয়ামাহা ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল সুলভ মূল্যে গ্রাহকদের নিকট হস্তান্তর করা হবে এবং শোরুম থেকে কোম্পানী কর্তৃক প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা সহ সার্ভিসিং সুবিধা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মার্কেট মালিক ময়েন উদ্দিন, স্থানীয় গ্রাহক, সার্ভিসিং সেন্টারে মালিকগণ ও স্থানীয় সুধী সমাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।