• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জন গ্রেপ্তার। হাতিরঝিল মামলায় অবশেষে জামিন পেলেন হিরো আলম শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে মাওলানা আজীজুর রহমানের শোডাউন নাচোলে বিভিন্ন দাবিতে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন নরসিংদীর বেলাব থানায় রোহিঙ্গা সহ তিন জন গ্রেপ্তার । ভূরুঙ্গামারীতে রহস্যজনকভাবে দুটি গাভীর মৃত্যু, অসহায় খামারির প্রায় চার লাখ টাকার ক্ষতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবীতে কর্মী সমাবেশ গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন কাহারোলে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

নাচোলে বিভিন্ন দাবিতে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নাচোল প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় নাচোল প্রেসক্লাবে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা চৈত্যদেব বর্মন ও ভবেশ বর্মন। লিখিত বক্তব্যে তারা জানান, নাচোল উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধা ৪৪জনের তালিকা রয়েছে। এর মধ্যে জীবিত বীরমুক্তিযোদ্ধা ১৯জন। কিন্তু স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবসে ৭১জন জনকে সম্মাননা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে থাকায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাচোল ১০জন বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মন্ত্রালয়ে আবেদনের প্রেক্ষিতে ০৮/০৭/২৫ ইং তারিখে ৮৪৬ নং স্মারকে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে নাচোল উপজেলা নির্বাহী অফিসারকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেননি বলে দাবী করেন। নাচোল উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ দোকান ও নাচোল উপজেলা স্কুলকে ভাড়া দেয়া হয়েছে। এছাড়া নাচোল কলেজ মোড়ে নিজ অর্থায়নে নির্র্মিত ভবনের কোন্দল সৃষ্টির কারনে উপজেলা নির্বাহী অফিসারে পরামর্শে জেলা পরিষদ তালাবন্ধ করে রাখে। গত ১০/০৯/২৫ইং তারিখে ৭সদস্য বিশিষ্ঠ নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আহবায়ক কমিটি গঠন করা হয়। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরের ২জন শিবগঞ্জ উপজেলার ২জন। নাচোল উপজেলার অন্য ৩জনকে না জানিয়ে কমিটিতে নাম অর্ন্তভূক্ত করা হয় বলে দাবী করেন। এই কমিটি বাতিল করার জন্য নাচোলের বীরমুক্তিযোদ্ধাগণ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটিকে অনুমোদন দেওয়ার আবেদন করেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন মিটিংএ নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের আমন্ত্রন জানানো হয়না। লিখিত বক্তব্য আরো বলেন বিভিন্ন ঋন প্রক্রিয়া, বীরনিবাস, কবর সংরক্ষণ,মাসিক সমন্বয়সভাসহ সকল সরকারী অনুষ্ঠানে নাচোলে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এছাড়া নাচোল উপজেলা নতুন এ্যাডহক কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও নিজ অর্থায়নে তৈরি ভবনের তালা খুলে দিয়ে তাদের বসার ব্যবস্থার জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা উপেন্দ্রনাথ বর্মন, বাসুদেব বর্মন, জুলফিকার, শ্রী দিপেন বর্মন, বাসুদেব বর্মনঅ। এবিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আজিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মোঃ ইরফান আলী জানান মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে আমাদের কমিটি দিয়েছে। কিভাবে দিয়েছে সেটা মন্ত্রনালয় জানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category