চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২৪ প্রহর তিনদিন ব্যাপী যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৯৭১ সালের ২০ এপ্রিল গোমস্তাপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন ব্যক্তি পাকহানাদার বাহিনী কৃষক নিহত হন। নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও বিশ্বশান্তি কামনায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৪ মে) রাত আটটার সময়, গোমস্তাপুর থানা চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়, এবং পরে গোমস্তাপুর কামারপাড়া শ্রী শ্রী দূর্গা স্মৃতি মন্দিরে তিনদিনব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষকতায় মহন্ত মহারাজ ক্ষিতীস চন্দ্র আচারি(মহন্ত ষ্টেট রহনপুর,গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ, সভাপতি শ্রী কমল চক্রবর্তী,সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার দাস।আরো উপস্থিত ছিলেন,গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম।