নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১নং কসবা বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে আদিবাসীদের সাথে মাদক,বাল্যবিয়ে, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের মাঝে কম্বলও বিতরণ করে পুলিশ।
২৬ ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সেলিম রেজা। এ সময় ওসি তদন্ত ও ওসি অপারেশন অফিসারগণ।
পুলিশ সুপার আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় বিট পুলিশিং এর মাধ্যমে এলাকার মানুষের আরও কাছে থেকে সেবা দিবে পুলিশ। উপকৃত হবে বাগরিক।
এলাকায় মাদকের কারবার, চোরাচালান বা যে কোন অপরাধ হলে কেন্দ্রে নিয়োজিত বিট অফিসারকে জানাবার আহবান জানিয়েছেন পুলিশ সুপার। বিট পুলিশিং হচ্ছে সেবা দেয়া। অতি দ্রুত সময়ে মানুষের দৌড় গোড়ায় সেবা দিতেই বিট পুলিশিংএর কার্যক্রম শুরু করা হয়েছে।
জানাগেছে, প্রতিটি ইউনিয়নে পরিষদে বিট অফিসার হিসেবে একজন এসআই দায়িত্বে থাকবে। মানুষের খুব কাছাকাছি থেকে এলাকায় সন্ত্রাস দমন, মাদক দমন, অপরাধ দমনে কাজ করবে পুলিশ। একজন এসআই, সহকারী এসআই ও কিছু কনস্টেবল এসব বিটে থাকবে। এর মধ্যেই এ সেবার সুফল পেতে শুরু করেছে মানুষ। – কপোত নবী।