জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ইউনাইটেড ইনসুরেন্সের কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বাতেন খাঁ মোড়ে আল – আরাফাহ্ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা অফিসে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত কামাল ইলেকট্রনিক্স এর প্রোঃ ইকবাল আহমেদ এর হাতে ৭ লক্ষ ছাপান্ন হাজার টাকার চেক হস্তান্তর করেন আল- আরাফাহ ব্যাংক লিমিটেড এর চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম,ইউনাইটেড ইনসুরেন্সের এর ম্যানেজার এন্ড ইনচার্জ আব্দুল খালেক।
জানা যায়, গত ১৪ এপ্রিল রাতে পুরাতন বাজারে আগুন লেগে ১ টি দোকান ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।ইউনাইটেড ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইকবাল আহমেদকে ৭ লক্ষ ছাপান্ন হাজার টাকার চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী,মুকুল, জমশেদ আলী প্রমূখ।