কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তরুণ প্রজন্মের এবং সমাজের দর্পণ হলো সাংবাদিক। গত মঙ্গলবার বেলা পাঁচটার দিকে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করেন ।
ডিসি অফিসের হল রুমে বসে ডিসি কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জের ৫ থানায় ৩২ জন সাংবাদিকদের মাঝে করোনা কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চেক বিতরণ করেন সাংবাদিকদের মাঝে। ডিসি বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ এবং অনেক অনিয়ম দুর্নীতি তুলে ধরেন সাংবাদিকরা। গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি করোনাকালীন সময় সাংবাদিকদের মাঝে কয়েকবার চেক উপহার দিয়েছেন। আমরা সাংবাদিকরা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানাই।
আরও পড়ুনঃ-রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা
সাংবাদিকরা বলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ের চেক উপহার পেলাম। সেইসাথে ডিসি মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন করছি।।কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের পাঁচজন করোনা কালীন টাকা পেয়েছেন তারা হলো প্রমথ রঞ্জন সরকার সভাপতি, কালবেলা পত্রিকা। মাহবুব সুলতান সাধারণ সম্পাদক আমাদের অর্থনীতি পত্রিকা
জেমস বাড়ৈ প্রাক্তন সাধারণ সম্পাদক, বাংলাদেশের খবর। সুজিত মৃধা যুগ্নসাধারণ সম্পাদক, জনকণ্ঠ পত্রিকা। সুমন বালা, আনন্দ টিভি।