নাচোল প্রতিনিধি…
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এর সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের ছাত্র মোঃ আল মামুন, দুর্ঘটনায় গুরুতর আহত হয়। কলেজ অধ্যক্ষ জনাব মোহাঃ মনিরুল ইসলামের পরামর্শে উক্ত আহত ছাত্র প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন করে।
সদাশয় মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এককালিন ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অনুদানের চেক অধ্যক্ষ বরাবর প্রেরণ করেন। অধ্যক্ষ উক্ত চেক আহত ছাত্র মোঃ আল মামুনের হাতে তুলে দেন।
কলেজ অধ্যক্ষ, মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ ধন্যবাদ জানান। আহত ছাত্র মোঃ আল মামুন মাননীয় প্রধানমন্ত্রী, কলেজ অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে।