মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন ট্রাক চালককে জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি হর্ন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) ধারার লঙ্ঘনের অভিযোগে তিন চালকের বিরুদ্ধে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।
তিনি বলেন, “শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”