জারিফ হোসেন স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হয়ে মানবিক সেবা দিয়ে আসছেন। অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা ইতোমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি আজও বাস্তবায়িত হয়নি।দীর্ঘদিনের আন্দোলন, দাপ্তরিক যোগাযোগ, স্মারকলিপি প্রদান এবং নিয়মতান্ত্রিক সকল প্রক্রিয়া অনুসরণের পরও প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় দাবির প্রতি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।এ পরিস্থিতিতে দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩রা ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে আড়াইশো বেড হসপিটালসহ সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সদস্যরা তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেন।
কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির কর্মবিরতি সারাদেশের ন্যায় চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালের সামনে বক্তব্য রাখেন গোলাম ফারুক বিডিপিএ নেতা ও মূখ্য সমন্বয়ক,এমটিএফ মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম,সভাপতি আল মামুন,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক এমটিএফ আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এমটিএফ ও সমন্বয়ক আব্দুল ওয়াহাব।
এছারাও শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হয়। এ সময় আউটডোর ফার্মেসি প্যাথলজি কার্যক্রম এক্স-রে ডেন্টাল সহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ সকাল আটটা হতে দুপুর ১২ টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এতে দুর্দান্ত হতে আগত রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। তবে অতীব জরুরি সেবা অন্য দিনের মত যথাযথভাবে চালু ছিল। কর্ম বিরতি পালনের সময় সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ উপজেলা হাসপাতাল চত্বরে অবস্থান করে বক্তব্য স্লোগান ব্যানার ফেস্টুন এর মাধ্যমে তাদের দশম গ্রেড বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ক মেডিক্যাল টেকনোলজিস্ট আসাদুজ্জামান, ফার্মাসিস্ট বিরাজ কুমার দাস, ফার্মাসিস্ট আব্দুল লতিফ,এমটি জাহাঙ্গীর আলম নুরুজ্জামান, ফার্মাসিস্ট প্রসন্ন ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন বর্তমানে তাদের ১০ম গ্রেডে উন্নীতকরণের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকলেও আমলাতান্ত্রিক জটিলতা ও সময়ক্ষেপণের কারণে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
অনতিবিলম্বে তাদের দাবির প্রজ্ঞাপন জারি না করলে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি কঠোরভাবে পালন করা হবে বলে জানান।