জারিফ হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রতিবন্ধী স্কুলে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় এর আলোচনা সভা হয়।আলোচনা সভায় সভাপতিত্বো করেন শংকরবাটি ১নঃ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষাক আলহাজ্ব নুরুল হোদা।এসময় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসান (৩৮) ফেরদৌসী ইসলাম জেসী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর ইমন রেজা ,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ব্যাংকার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান টিপু, দেবীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, ইসলামপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন প্রমূখ।
এসময় উপস্হিত প্রতিবন্ধী সস্কুলের ২৯৮ জন ছাত্র ছাত্রীর মাঝে ৩০০ টি কম্বল বিতারন করা হয় এবং স্কুলের উন্নয়নের জন্য নগদ ২০০০০ টাকা প্রদান করেন । এবং নুরানি মদ্রসার ছোট বাচ্চাদের মাঝে বনভোজনের জন্য নগদ ৫০০০ টাকা প্রদান করেন।