গোমস্তাপুর শাখার সোনালী ব্যাংক ব্যবস্থাপক শহিদুল ইসলাম কে সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ২৬ জানুয়ারি মঙ্গলবার সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখার
ব্যবস্থাপক শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে সংবর্ধনা ও কেক কেটা হয়।
গোমস্তাপুর শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়। শাখা ব্যবস্থাপকের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র অফিসার সেলিম রেজা, মো. মনিরুজ্জামান, আইটি অফিসার নাজমুল হোসেন, আজিজুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
উল্লেখ্য, ২০২০ সালের মোহা. শহিদুল ইসলাম গত ২৭ জানুয়ারি শাখা ব্যবস্থাপক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখায় দায়িত্বভার গ্রহণ করেন। – কপোত নবী।
পরে বক্তব্য দিতে গিয়ে আবেগ-আপ্লুত হয়ে যান শহিদুল ইসলাম। মুজিববর্ষে তফসিলি ব্যাংকগুলোর মধ্যে মুনাফা অর্জন ও সেবায় আমরা সবার শীর্ষে বলে জানান তিনি। এ গৌরবজ্জ্বল অর্জন সোনালী ব্যাংক লিমিটেড এর এক ঝাঁক তরুণ নেতৃত্ব ও কর্মীদের উন্নত সেবার প্রতিফল। – কপোত নবী।