মোঃ সুফিয়ান নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্সরুমে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনটার্জ মো. সেলিম রেজা, নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সহকারী শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজাম্মুল হক, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম। আলোচনা শেষে ১৯৭৫ সালে পাক বাহিনীর গণগত্যার ভিডিও প্রদর্শন করা হয়।