নিখোঁজ সংবাদ
গত ৭সেপ্টেম্বর বৃহস্প্রতিবার বেলা আনুমানিক ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার মুরাদপুর নতুনপাড়ার আক্তারা বানুর নাতী রবিউল আউয়াল কাজল (১২) নাচোল বাজারে এসে সে আর বাড়ী ফিরেনি। তার পিতা-মোঃ ওয়াসিম, সাং-বীরজোয়ান, ইউনিয়ন-পাড়ইল উপজেলা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ। কাজলের গায়ের রং শ্যামলা, উচ্চতা- ৫ফুট ১ইঞ্চি, ওজন প্রায়-৩৫ কেজি। আত্বীয়-স্বজনের বাড়ীসহ সম্ভব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে না পাওয়ায় তার দাদী আক্তারা বানু গত ০৮/০৯/২০২৩ ইং তারিখে নাচোল থানা একটি সাধারণ ডায়েরী করেছেন। কাজলে খোঁজ পেয়ে থাকলে বা চিনতে পারলে ০১৭৬৫-২৮৩৫০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।