বাংলাদেশের শিক্ষকবৃন্দের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়নে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার দু’জন শিক্ষক মোঃ মজিদুল ইসলাম এবং মোঃ রুহুল আমিন।
অতিমারী করোনাকালীন নতুন বাস্তবতায় মধ্য মার্চ থেকে বিদ্যালয় বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নির্ভরশীল হতে হয় অনলাইন শিক্ষা মাধ্যমে। স্থবির কার্যক্রম বেগবান করতে বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের অধীনে অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই)
মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ICT4E জেলা অ্যাম্বাসেডর,চাঁপাইনবাবগঞ্জের অন্যতম মজিদুল ইসলাম এবং রুহুল আমিন শুরু থেকেই জেলায় সক্রিয় ভুমিকা পালন করে চলেছেন।
মজিদুল ইসলাম নাচোল পৌরসভার ইসলামপুর মহল্লার মোঃ আব্দুল লতিফ বিশ্বাস এবং মোসাঃ রেহেনা বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি শিক্ষা জীবনে বিতর্ক চর্চার সাথে জড়িত ছিলেন।তিনি ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হন।এছাড়া স্থানীয় আবু তাহের মোহাম্মদ জাবের বিজ্ঞান ক্লাবের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি দেশের বিভিন্ন প্রান্তে ৬৫ টি অনলাইন স্কুলে পাঁচ শতাধিক ক্লাশ পরিচালনা করেছেন।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোঃ রুহুল আমিন কালিনগর গ্রামের উমর আলী এবং মুনসেরা খাতুনের তৃতীয় সন্তান। তিনি বাংলাদেশ সরকার পরিচালিত ঘরে বসে শিখি কার্যক্রম সহ দেশের বিভিন্ন প্রান্তে ১৫ টি অনলাইন স্কুলে শতাধিক ক্লাশ পরিচালনা করেছেন। এছাড়া তিনি উপজেলা রিসোর্স সেন্টার,চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের মাস্টার ট্রেইনার।