বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান।
উজিরপুর উপজেলার কারফা বাজারে ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।
২৪.০৩.২০২১তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক সহযোগিতায় বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব খোন্দকার আনোয়ার হোসেন স্যার, সহকারী পরিচালক জনাব সুমি রানী মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে উজিরপুর উপজেলার কারফা বাজারে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫,০০০/-টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জনাব নুরুল আলম বক্তিয়ার এবং ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।