হিলি প্রতিনিধিঃ-
ছবি তুলতে বের হয়ে হিলি থেকে নিখোঁজের ২৬ দিনপর ঢাকার পল্লবী থেকে সনাতন ধর্মাবলম্বীর দুই মেয়ে শিশুকে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার পল্লবী থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই মেয়ে শিশু হলো উপজেলার গোহাড়া গ্রামের পরিমলের মেয়ে সুপ্রিতি রায় (১৫) এবং সিংড়াপাড়া গ্রামের আশুতোষের মেয়ে প্রিয়া সরকার (১৬)।
সন্ধ্যা সাড়ে ৬টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পরদির্শক (তদন্ত) এসএম মোস্তাফিজুর রহমান।
তিনি আরো বলেন,গেলো ১৬ই আগষ্ট বিকেলে বাড়ি থেকে হিলি বাজারে ছবি তোলার উদ্দেশ্য বের হয় ওই দুজন। পরে তারা আর বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি পর ১৮ ই আগস্ট দুই পরিবারের সদস্যরা থানায় এসে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ২৬ দিনপর ঢাকার পল্লবী থেকে ওই দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া শিশুদের হাকিমপুর থানায় নিয়ে আসার পর আগামীকাল অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।