অলিউল হক ডলার,নাচোল:
আজ রবিবার বিকাল ৩টায় উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের আয়োজনে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদ বিক্ষোভ মিছিল নাচোল জেলা পরিষদ ডাকবাংলো থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা যুবলীগের সভাপতি হারুর অর রশিদ,সহসভাপতি মশিউর রহমান বাবু, সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী ফারুক আহম্মেদ বাবু, পৌর যুবলীগের সভাপতি ও মেয়র প্রার্থী সুলতান মাহমুদ,সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে এ জাতীয় নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনরে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।